টুইটারে সংগীতশিল্পীকে ধর্ষণের হুমকি
টুইটারে নিজের মতপ্রকাশের জন্য ধর্ষণের হুমকি পেয়েছিলেন সংগীতশিল্পী চিন্ময়ী শ্রীপদ। এর প্রতিবাদে পিটিশনে সই সংগ্রহ করতে মাঠে নেমেছেন তিনি।
‘গুরু’ ছবিতে ‘তেরে বিনা’ কিংবা ‘চেন্নাই এক্সপ্রেস’এ ‘তিতলি’র মতো গান গেয়ে বলিউডে নজর কাড়া দক্ষিণী সংগীতশিল্পী চিন্ময়ী পিটিশনে দাবি করেছেন- যে বা যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ধর্ষণের হুমকি বা মেয়েদের প্রতি অবমাননাকর মন্তব্য করে, তাদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে।
এর আগেও একই ঘটনার শিকার হয়েছিলেন সংগীতশিল্পী সোনা মহাপাত্রও। টুইটারে সালমান খানের ‘বিখ্যাত’ ধর্ষণ-মন্তব্যের বিরোধিতা করেছিলেন বলে! চিন্ময়ী পুরো বিষয়টা টুইটার কর্তৃপক্ষকে জানিয়েছেন।
জবাবে কর্তৃপক্ষ জানায়, পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের না করলে কোনও পদক্ষেপ করা সম্ভব নয়। এরপর সেটাও করেন চিন্ময়ী। ২০১৫ সালে জঙ্গি-সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন তিন লাখ ৬০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল টুইটার। তাই ‘সাইবার বুলিং’এর জন্যও তারা একই ব্যবস্থা নেবে না কেন, প্রশ্ন চিন্ময়ীর। Change.org’র মাধ্যমে সই সংগ্রহ শুরু করেছেন এই সংগীতশিল্পী।
মন্তব্য চালু নেই