টুইটারে ব্রিটনির মৃত্যুর ভুয়া খবর

‘‌দুর্ঘটনায় মারা গেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। সেই সম্পর্কে আমরা আরও তথ্য জানাব।

ব্রিটনির আত্মার শান্তি কামনা করি। ’ গত ২৬ ডিসেম্বর সোনি মিউজিক গ্লোবালের এই টুইটের পরেই হইচই পড়ে যায় গোটা বিশ্বে। কারণ মার্কিন গায়িকা ব্রিটনির খ্যাতি বিশ্বজোড়া। যদিও পরে জানা যায়, খবরটি ভুয়া।

সোনি মিউজিকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এমন কাণ্ড ঘটানো হয়েছে। এর পরই সোনির পক্ষ থেকে টুইটগুলো সরিয়ে নেওয়া হয় এবং টুইট করে ব্রিটনি এবং তাঁর ভক্তদের কাছে ক্ষমা চাওয়া হয়।

এ ঘটনাটি নিয়ে ব্রিটনি নিজে মুখ না খুললেও তাঁর ম্যানেজার বলেন, ‌‘‌ব্রিটনি ভাল এবং সুস্থ রয়েছেন। ’

সোনি ছাড়াও হ্যাক করা হয় নোবেল জয়ী বব ডিলানের টুইটার অ্যাকাউন্টও। সেখানে লেখা হয়, ‘‌ব্রিটনির আত্মার শান্তি কামনা করি। ’

ব্রিটনির মৃত্যুর ভুয়া খবর টুইটে ওঠার পরে আওয়ার মাইন নামে একটি গোষ্ঠী সোনি মিউজিকের অ্যাকাউন্টের নিরাপত্তা বেষ্টনী ভেঙে অ্যাকাউন্টটি হ্যাক করার কথা জানায়। তারাই এই ভুয়া টুইটগুলোর জন্য দায়ী কিনা সেটা অবশ্য এখনও জানা যায়নি।

এদিকে এ ঘটনার কয়েকদিন আগে নেটফ্লিক্স এবং মার্ভেল এন্টারটেনমেন্টের মতো সংস্থার টুইটারও হ্যাক করা হয়েছিল। এমনকি বাদ যায়নি ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ এবং গুগলের সিইও সুন্দর পিচাইয়ের টুইটার অ্যাকাউন্টও।
‌‌‌
সূত্র: আজকাল



মন্তব্য চালু নেই