টি-টোয়েন্টির সেরা বোলারই আসন্ন আইপিএলে নেই!

আইসিসি টি-টোয়েন্টি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বর্তমানে শীর্ষ বোলার তিনি। ওয়ানডে র‍্যাঙ্কিংয়েরও। সেই তাকে ছাড়াই হবে এবারের আইপিএল। ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলামে আজ কোনো ফ্র্যাঞ্চাইজি দক্ষিণ আফ্রিকান এই লেগ স্পিনারকে নিয়ে আগ্রহ পর্যন্ত দেখায়নি!

অথচ তিন দিন আগেই অকল্যান্ডে একমাত্র টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে একাই গুঁড়িয়ে দেন ইমরান তাহির। ১৮৬ রান তাড়া করতে নেমে তাহিরের স্পিন বিষে নীল হয়ে ১০৭ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ক্যারিয়ার সেরা ২৪ রানে ৫ উইকেট নেন তাহির।

ওইদিন টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন তিনি (৩১ ম্যাচে)। তার আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত বোলিং করেছেন ৩৭ বছর বয়সি এই স্পিনার।

আজ আইপিএলের নিলামে তাহিরের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। নিলামের প্রথম রাউন্ডে তার নাম ডাকা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। দ্বিতীয় রাউন্ডেও ডাকা হয়েছিল তার নাম। তবে ফলাফল আগের মতোই, এবারও তাকে কেনার জন্য আগ্রহ দেখায়নি কোনো দল। শেষ পর্যন্ত তাই অবিক্রিত থেকে যান তাহির।



মন্তব্য চালু নেই