টি-টোয়েন্টির শীর্ষে অশ্বিন

ক্রিকেটের টি-টোয়েন্টি ফরমেটে রবিচন্দ্রন অশ্বিন হয়ে গেলেন দেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। সোমবার কটকে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্স অত্যন্ত খারাপ হলেও বোলিংয়ে নজর কেড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪ রানে তিন উইকেট নিয়েছেন তিনি। হাশিম আমলা, এবি ডিভিলিয়ার্স ও ফাফ দু প্লেসিস অশ্বিনের শিকার হন।
২০১০-১৫ পর্যন্ত টানা পাঁচ বছরে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ২৮টি ম্যাচ খেলেছেন অশ্বিন। তার উইকেটের সংখ্যা দাড়িয়েছে ২৯। এর আগে ইরফান পাঠানের ছিল ২৪টি উইকেট। ২৮টি ম্যাচ খেলেছিলেন পাঠান। অশ্বিন-পাঠানের পর তিন নম্বরে রয়েছেন হরভজন সিং (২৭ ম্যাচে ২৪ উইকেট)। চারে যুবরাজ সিং (৪০ ম্যাচে ২৩টি)। পাঁচে যৌথ ভাবে অশোক দিন্দা (নয়ম্যাচে ১৭টি) ও জাহির খান(১৭ ম্যাচে ১৭)।
সূত্রঃ ক্রিকেট কান্ট্রি
মন্তব্য চালু নেই