টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ ছক্কার মালিক যিনি
বিশ্বের দানবীয় ব্যাটসম্যানদের নাম মুখে নিলে শহীদ খান আফ্রিদি, ক্রিস গেইল, মার্টিন গাবটিল, কোরি অ্যান্ডারসন, এবি ভি ভিলিয়ার্সদের নাম আসে। বিশ্বের এক দানবীয় ব্যাটসম্যানের ছক্কা মারার রেকর্ডের আশেপাশেও নেই অন্যরা। ৫০০ টি ছক্কা মেরেছেন তিনি। এ পরিমান ছক্কা মেরে রেকর্ড বুকেও ঝড়ের সৃষ্টি করেছেন অশান্ত মনের ব্যাটসম্যান।
টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ৫০০ ছক্কা মারা প্রথম খেলোয়াড় হলেন গেইল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই ব্যাটসম্যান খেলেছেন রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এ দিন যদিও ১০ রান করেন গেইল তবে ৫০০ টি ছক্কা মারার মাইলফলক স্পর্শ করেন তিনি। গেইল ২০১টি ম্যাচ খেলেন। আর এ পরিমান ম্যাচ খেলেই সবার উপরে উঠে যান তিনি।
ওই ম্যাচে মাত্র ১০ রান করলেও টিম সাউদিকে লং অফের উপর দিয়ে মাঠের বাইরে আছড়ে ফেলে রেকর্ডটা নিজের করে নিয়েছেন গেইল। টি-টোয়েন্টিতে ৫০০ ছক্কা মারা প্রথম ব্যাটসম্যান তিনি। ২০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গেইল।
ছক্কার হিসেবে নিকটবর্তীর কাছ থেকেও অনেক দূরে গেইল। তার ওয়েস্ট ইন্ডিজেরই টিমমেট মুম্বাই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ড আছেন দ্বিতীয় স্থানে। তার ছক্কার সংখ্যা ৩৪৮।
২০০৬ সালে ক্রিস গেইল টি টোয়েন্টিতে ৪টি ছক্কা মারেন। ১১টা মেরেছেন ২০০৭ সালে, ১০টি ২০০৮ সালে, ২১টি ২০০৯ সালে, ২৮টি ২০১০ সালে, ১১৬টি ২০১১ সালে, ১২১টি ২০১২ সালে, ১০০টি ২০১৩ সালে, ৬০টি ২০১৪ সালে এবং ২০১৫ সালে ২৯টি ছক্কা মারেন গেইল। এর মাধ্যমে ৫০০টি ছক্কা পূর্ণ হয় তার।
মন্তব্য চালু নেই