টি২০ সিরিজ : পাকিস্তান না নিউজিল্যান্ড?

পাকিস্তান নাকি নিউজিল্যান্ড, কার দখলে যাবে টি২০ সিরিজ সেটা জানা যাবে শুক্রবার ওয়েলিংটনের ওয়েস্ট প্যাকে। এখানেই যে হবে সিরিজের শেষ ম্যাচটি। বিশ্বকাপের আগে পাকিস্তানের সুযোগ থাকছে বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপে নিজেদের ঝালিয়ে নেওয়ার। কিন্তু নিউজিল্যান্ড সম্ভবত বিশ্বকাপের আগে শেষ টি২০ ম্যাচ খেলছে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।

তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছিল ১৬ রানে। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে ১০ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। আজ যারা জিতবে, তারাই চুমু খাবে টি২০ সিরিজের ট্রফিতে।

পাকিস্তানের জন্য বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডার ব্যাটসম্যানদের পড়তি ফর্ম। ইডেন পার্কে প্রথম ম্যাচে মোহাম্মদ হাফিজের ৬১ ছাড়া বলার মতো স্কোর নেই কারও। নিউজিল্যান্ডের এই সমস্যা নেই। দুরন্ত ফর্মে আছে তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা। বিশেষ করে অধিনায়ক কেন উইলিয়ামসন টেস্ট-ওয়ানডের মতো টি২০ তেও সেরা সময় পার করছেন। প্রথম ম্যাচে ৭০ করার পর দ্বিতীয় ম্যাচে খেলেছেন ৭২ রানের ইনিংস। বিশ্বকাপ থেকে তুঙ্গস্পর্শী ফর্মে আছেন মার্টিন গাপটিল।

অন্যদিকে যাকে ঘিরে বড় স্বপ্ন দেখছিল পাকিস্তান সেই মোহাম্মদ আমির প্রত্যাবর্তনকে রাঙাতে পারেননি। উমর গুলও নামের প্রতি সুবিচার করতে পারছেন না। তার ইকোনমি রেট ৯.৩৩। বলার মতো পারফর্ম করে যাচ্ছেন কেবল অধিনায়ক শহীদ আফ্রিদি এবং ইমাদ ওয়াসিম।

শেষ ম্যাচে পাকিস্তান দলে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচে ডাক মারার পর দ্বিতীয় ম্যাচে ১৮ রান এসেছে শোয়েব মাকসুদের ব্যাট থেকে। তাই শেষ ম্যাচে দলে তার জায়গা পাওয়া নিয়ে সংশয় রয়েছে। সেক্ষেত্রে মাকসুদের জায়গা নিতে পারেন মোহাম্মদ রিজওয়ান। রানের চাকা আটকাতে না পারার খেসারত দিতে হতে পারে গুলকে আনোয়ার আলীর কাছে জায়গা হারিয়ে।

আর মাত্র দুটি ম্যাচ জিতলেই আফ্রিদি অধিনায়ক হিসেবে হাফিজের সমকক্ষ হবেন। হাফিজের নেতৃত্বে টি২০ তে পাকিস্তান ১৮টি ম্যাচ জিতেছিল পাকিস্তান, ২৯ ম্যাচে। ৩৪ ম্যাচে আফ্রিদি নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন ১৬টিতে। আরেকটি ৭০ প্লাস স্কোর গড়লেই মাহেলা জয়াবর্ধনের পাশে বসবেন উইলিয়ামসন। কারণ জয়াবর্ধনেই একমাত্র ব্যাটসম্যান যিনি টানা তিন ম্যাচে ৭০ প্লাস ইনিংস খেলেছিলেন।

পাকিস্তান (সম্ভাব্য): মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, উমর আকমল, শহীদ আফ্রিদি (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, উমর গুল/আনোয়ার আলী।

নিউজিল্যান্ড (সম্ভাব্য): কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেলর, গ্রান্ট ইলিয়ট, লুক রনকি, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, মিচেল ম্যাকক্লিনগান, ট্রেন্ট বোল্ট/ম্যাট হেনরি।



মন্তব্য চালু নেই