টি২০ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেল সাব্বির

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ব্যাটিং করে টি২০ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন রাজশাহী কিংসের ব্যাটসম্যান সাব্বির রহমান। রবিবার (১৩ নভেম্বর) বরিশালের বিপক্ষে ৫৩ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

এদিন বরিশাল বুলসের বিপক্ষে জয়ের জন্য ১৯৩ রানের বড় স্কোর তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় সাব্বিরের রাজশাহী। একে একে বিদায় নেয় দলটির দুই ওপেনার মমিনুল হক ও রকিবুল হাসান। এরপরই ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে বিষ্ফোরক ব্যাটিং শুরু করেন সাব্বির। চার ছয়ে মাতিয়ে তোলেন রাজশাহী গ্যালারী। ৫৩ বল খরচ করে ৬টি চার ও ৮ টি ছক্কার সাহায্যে তুলে নেন টি২০ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি।

পরে ১২২ রানে আল আমিন হোসেনের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন সাব্বির। ৬১ বলের এই ইনিংসে সাব্বির শেষ পর্যন্ত খেলেন ৯টি চার ও ৯টি ছক্কার মার।

এর আগে মাত্র ২৬ বলেই হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পর আরও বেশি বিধ্বংসী ব্যাটিং করেছেন সাব্বির রহমান। আর সেঞ্চুরি করেছেন ৫৩ বলে।



মন্তব্য চালু নেই