টিভির লাইভ শোতে ঢুকে পড়ল বিড়াল

টেলিভিশনে সংবাদপত্র বিশ্লেষণ চলছে লাইভ অনুষ্ঠানে। হঠাৎ উপস্থাপকের সঙ্গে যোগ দিল একটি বিড়াল।

না, সে আমন্ত্রিত কোনো অতিথি নয়। একেবারেই আমন্ত্রণ ছাড়াই অনাকাঙ্খিতভাবেই চলে এসেছে। শুধু আসেনি, উপস্থাপকের ল্যাপটপের ওপর এসে বসে পড়েছে।

এ ধরনের ঘটনা লাইভ দেখার সুযোগ খুব একটা হয় না। বিরল ঘটনাই বলতে হবে। তুরস্কের একটি টিভির লাইভ শোতে হঠাৎ করেই অনাকাঙ্খিত ওই অতিথি আসে। তবে অনুষ্ঠানের উপস্থাপক ঘাবড়ে যাননি। খুব সুন্দরভাবেই বিষয়টি নিয়ন্ত্রণ করেছেন তিনি।

‘গুড মর্নিং ডেনিজলি’ নামে ওই টিভি অনুষ্ঠানে দেখা গেছে সংবাদপত্রের শিরোনাম পড়ছিলেন উপস্থাপক। হঠাৎ করেই চলে আসে বিড়ালটি। বিষয়টি বিব্রতকর হলেও উপস্থাপক কুদরেত সেলেবিউগলু দক্ষতার সঙ্গে সামলে নেন। দৈনিক ডোডো পত্রিকার শিরোনাম পড়ছিলেন তখন উপস্থাপক, তিনি বলছিলেন ‘শীত আসছে, হিমেল হাওয়া বইছে—’ ঠিক এ সময় বিড়ালটি টেবিলের ওপর উঠে হাঁটাহাটি শুরু করে।

বিড়ালটিকে দেখে তার কথার ধারাবাহিকতা বজায় রাখতে তিনি বলে উঠেন, ‘এটা একটা অপ্রত্যাশিত অতিথি, তবে তাকে আদর করা উচিত আমাদের। ঠিকানাহীন বিড়ালদের জন্য নিজেদের ঘরের দরজা খুলে দিয়ে তাকে পানি ও খাবার দেওয়া উচিত। আমাদের সবারই উচিত এ ধরনের বিড়ালের প্রতি যত্নবান হওয়া।’

অনুষ্ঠান শেষে টেলিভিশন কর্মীরা বিড়ালটিকে খাবার দিয়ে তাকে টিভি ভবনেই রেখে দেয়। এরপর তার নাম দেয় ‘হাসনু’।



মন্তব্য চালু নেই