টিকিট বাণিজ্যের অভিযোগ, স্টেশন সুপারেন্টেন্ড বরখাস্ত
রাজশাহী : রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারেন্টেন্ড আবদুল করিমকে টিকিট বাণিজ্যসহ নানা অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের প্রধান কার্যালয় থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের কার্যালয়ে এক জরুরি ফ্যাক্স বার্তার মাধ্যমে তাকে ওই সায়মিক বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বর্তমানে তিনি সিরাজগঞ্জে অবস্থান করছেন। রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারেন্টেন্ড আবদুল করিমের বিরুদ্ধে টিকিট বাণিজ্য ও সময়মতো অফিসে না আসাসহ নানা অনিয়মের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি রাজশাহীতে ফিরে এসে এ বিষয়ে পদক্ষেপ নেবেন।
প্রসঙ্গত, রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারেন্টেন্ড আবদুল করিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টিকিট বাণিজ্য, সময়মতো অফিসে না আসা, স্টেশন স্টাফদের সঙ্গে খারাপ আচরণ করাসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়গুলো বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
মন্তব্য চালু নেই