টিকিট না থাকায় যাত্রীকে ধর্ষণ করলেন ট্রেনের টিটি

টিকিট না থাকার সুযোগ নিয়ে চলন্ত ট্রেনেই এক নারী যাত্রীকে ধর্ষণ করেন কর্তব্যরত ট্রেন টিকিট চেকার (টিটি)। পরে ওই নারীর দায়ের করা এক মামলার ভিত্তিতে অভিযুক্ত টিটি রবি মিনাকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতের উত্তরপ্রদেশেই এমন ঘটনা ঘটে।

ওই নারীর বরাত দিয়ে পুলিশ বলছে, উত্তরপ্রদেশের বরেলি থেকে জরুরি কাজে জয়পুর যাচ্ছিলেন ওই নারী। পথে রামপুর স্টেশনের কাছে তাদের কামরায় আসেন টিটি রবি। ওই নারীর কাছে টিকিট চান। কিন্তু টিকিট না থাকায় তাকে এসি কোচে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই তাকে ধর্ষণ করে ওই টিকিট চেকার।

জয়পুর স্টেশনে পৌঁছে থানায় অভিযোগ দায়ের করেন ওই নারী। তার অভিযোগের ভিত্তিতেই টিকিট চেকার রবি মিনাকে গ্রেপ্তার করা হয়।



মন্তব্য চালু নেই