টিএইচ খানের বাসায় ‘অবরুদ্ধ’ বিএনপির আইনজীবীরা
বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি টিএইচ খানের বাসায় ঘিরে রেখেছে র্যাব। সেখানে অবরুদ্ধ হয়ে আছেন বিএনপির সিনিয়র আইনজীবীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলামেইলের কাছে এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান।
শামসুদ্দিন দিদার জানিয়েছেন, গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওদিকে খালেদার জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আলোচনার জন্য টিএইচ খানের বাসায় জড়ো সিনিয়র আইনজীবীরাও অবরুদ্ধ হয়েছে আছেন। টিএইচ খানের বাসা ঘিরে রেখেছে র্যাব।
তিনি জানান, মহম্মদপুর তাজমহল রোডে টিএইচ খানের বাসায় বৈঠক করছিলেন সিনিয়র আইনজীবীরা। র্যাব তার বাসার চারদিকে অবস্থান নিয়েছেন। তারা গ্রেপ্তার আতঙ্কে বাসার বাইরে বের হচ্ছেন না।
তবে বিএনপির আইনজীবীদের অবরুদ্ধ করার বিষয়টি মহম্মদপুর থানা পুলিশ ও র্যাব কেউই স্বীকার করছে না।
সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়া খবরে তারা ওই অবস্থাতেই আছেন বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই