টিউবলের পাইপ দিয়ে গ্যাস নির্গত সুজানগরে

সুজানগর উপজেলার মজিদ পাড়া মহল্লার আয়েজ উদ্দিন এর বাড়িতে গতকাল একটি নতুন টিউবল গাড়ছিল। এ সময় টিউবলের পাইপ দিয়ে গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, মিস্ত্রীরা আয়েজের বাড়িতে টিউবল গাড়ছিল। টিউবলের পাইপ যখন ৫০ থেকে ৬০ ফুট মাটির নিচে যায়, তখন এক পর্যায়ে বুদবুদ করে গ্যাস বের হতে থাকে। উৎসূক মানুষ ঐ গ্যাসে ম্যাচের কাটি ধরলে তা জ্বলে উঠে।

এ ব্যাপারে সুজানগর উপজেলার সহকারী প্রোকৌশলী ফাইজা হক তমা জানান, ভূগর্ভে প্রাকৃতিক গ্যাস থাকলে তা পাইপ দিয়ে নির্গত হতে পারে। আবার দির্ঘদিন মাটির নিচে থাকা কোন বস্তু গ্যাস আকারে বের হতে পারে। পরীক্ষা ছাড়া এ ব্যাপারে কিছু বলা যাচ্ছেনা।



মন্তব্য চালু নেই