টানা ৫১ ঘণ্টা ব্যাটিং করে বিশ্বরেকর্ড!

রুয়ান্ডার আন্তর্জাতিক ক্রিকেটার ইরিক ডাসিঙ্গিজিমানা নতুন এক বিশ্ব রেকর্ড তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছে। এর আগে টানা ৫০ ঘণ্টা ব্যাটিং করার রেকর্ড রয়েছে। তাই ইরিক ৫১ ঘণ্টা ব্যাটিং করে সেই রেকর্ড নিজের করে নিতে মরিয়া হয়ে উঠেছেন।

রুয়ান্ডার জাতীয় দলের অধিনায়ক ইরিক ১১ই মে থেকে ব্যাটিং করা শুরু করেছেন। তিনি রামেরার আমাহোরো ইনডোর স্টেডিয়ামে ব্যাটিং করছেন। ১৩ই মে পর্যন্ত তার এই ব্যাটিং চালিয়ে যাবার ইচ্ছে। তিনি সেখানের স্থানীয় কিছু লোকাল ক্রিকেটার, যুক্তরাজ্যের ইনভেস্টর, রুয়ান্ডা এবং আফ্রিকায় চলমান বিশ্ব অর্থনৈতিক ফোরামের অংশগ্রহণকারীদের বলে ব্যাটিং করছেন।

বর্তমানে এই রেকর্ডের অধিকারী ভারতের ভিরাগ মালে। তিনি টানা ৫০ ঘণ্টা ব্যাটিং করে গিনেজ বইতে নিজের নাম লিখিয়ে রাখেন। কিন্তু ২৯ বছর বয়সী ইরিক সেই রেকর্ড ভাঙ্গার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি নিজের প্রতি আত্মবিশ্বাসী।

তিনি বলেন, ‘রুয়ান্ডায় ক্রিকেটের ভবিষ্যৎ উন্নত করার লক্ষ্যে আমাদের কাজ অরে যাওয়া উচিৎ। বিশ্ব ক্রিকেটে রুয়ান্ডার ক্রিকেট ইমেজ ভাল করে দেখাতে হবে। আমি শেষ বল পর্যন্ত নিজের চেষ্টা চালিয়ে যাব।’



মন্তব্য চালু নেই