টানা বৃষ্টিতে রাঙ্গামাটিতে পাহাড় ধস
টানা বর্ষণে রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
এতে পাহাড়ি এলাকায় বসবাসরতদের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন পুলিশ ও ফায়ার সার্ভিস।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফা জানান, কয়েকদিনের প্রবল বর্ষণে রবিবার পর্যন্ত শহরের স্বর্ণটিলা, রিজার্ভ বাজার, কলেজগেট, পুলিশ লাইন রেডিও স্টেশনসহ বেশকয়টি স্থানে পাহাড়ে ভূমিধসের সৃষ্টি হয়েছে। ঘরবাড়িতে মাটি ধসে পড়ায় শহরের বিভিন্ন স্থানে বসবাসরত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
তবে পাহাড় ধসের ঘটনা ঘটলেও এ পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
পাহাড় ধসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান গোলাম মোস্তফা।
মন্তব্য চালু নেই