টানা তৃতীয় জয় ম্যানচেস্টার সিটির
প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেলো ম্যানচেস্টার সিটি। সোমবার পয়েন্ট টেবিলের তলানিতে থাকা হাল সিটির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে গার্দিওয়ালার শিষ্যরা। আর এ জয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটিজেনরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক হয়ে খেললেও ফরোয়ার্ডের ব্যর্থতায় গোল শূন্য অবস্থায় শেষ করে ম্যানসিটি। তবে দ্বিতীয়ার্ধে ঘরে দাঁড়ায় তোরে-লিহেনাচোরা।
ম্যাচের ৭২ মিনিটে ডি বক্সে রাহিম স্টার্লিংকে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। আর তা থেকে দলকে লিড এনে দেন তোরে। ছয় মিনিট পর দারুণ গোছানো এক আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে লিহেনাচো। সিলভার বাড়ানো বলে আলতো টোকায় বল জালে জড়ান নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।
ম্যাচের শেষ মুহূর্তে বাঁদিক থেকে স্টার্লিংয়ের গোলমুখে বাড়ানো বল ঠেকাতে গিয়ে নিজেদের জালেই ঠেলে দেন ইংলিশ ডিফেন্ডার ডেভিস। অবশেষে ৩-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সি
মন্তব্য চালু নেই