টানা অবরোধের ২৮ তম দিনে ঢাকা-পাবনা মহাসড়কে শিবিরের পিকেটিং

২০ দলীয় জোটের টানা অবরোধের ২৮ তম দিন ছিলো দেশ ব্যাপী হরতাল। নেতাকর্মীদের মুক্তি ও একটি গ্রহনযোগ্য নির্বাচনের দাবীতে ৭২ ঘন্টার হরতালের ডাক দেয় ২০ দলীয় জোট। সোমবার ছিলো হরতালের ২য় দিন।

হরতালের সমর্থনে সকাল ৭ টায় ঢাকা-পাবনা মহাসড়কের রাজাপুরে বিক্ষোভ মিছিল ও সড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পিকেটিং করেছে পাবনা শহর শিবির।

হরতালে পাবনার বিভিন্ন মহাসড়কসহ অভ্যন্তরীন সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পাবনা থেকে দূরপাল্লার কোন যানবাহন ছাড়েনি। তবে সড়ক ও মহাসড়কগুলোতে স্বল্প সংখ্যাক, ইঞ্জিন চালিত নসিমন করিমন ও রিকশা চলাচল করতে দেখা গেছে। পুলিশ প্রহরায় কিছু গাড়ী চলাচল করেছে বলে জানা গেছে।

এদিকে টানা ২৮ দিনের অবরোধে পাবনার জনজীবনে অস্থবিরতা নেমে এসেছে।

অপরদিকে হরতালে যাতে কেউ নাশকতা না করতে পারে সে জন্য গণ সচেতনতা বৃদ্ধির লক্ষে জেলার বিভিন্ন স্থানে সমাবেশ করছেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।



মন্তব্য চালু নেই