টাঙ্গাইল-৪ আসনে নৌকার মাঝি সোহেল হাজারী
টাঙ্গাইল-৪ কালিহাতী উপ-নির্বাচনে সরকার দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ.সম্পাদক ও কালিহাতী উপজেলার সাবেক চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে দলের সংসদীয় বোর্ডের সভায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সোহেল হাজারীকে মনোনয়ন দেয়া হয়।
আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এ আসনের উপ-নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১১ অক্টোবর। ভোটগ্রহণ হবে ১০ নভেম্বর।
ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান ও সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম শহীদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ.সম্পাদক ও কালিহাতী উপজেলার সাবেক চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী, উপ-কমিটির সহ.সম্পাদক ও জনতা ব্যাংকের পরিচালক আবু নাসের, উপ-কমিটির সহ.সম্পাদক জিয়াউল আবেদীন, জাফরুল শাহরিয়ার জুয়েল, কালিহাতী উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনসার আলী, টাঙ্গাইল সমবায় ব্যাংকের সভাপতি কুদরত-ই-এলাহী খান, এফবিসিসিআই-এর সাবেক সহ.সভাপতি আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনিছুর রহমান খান, যুব মহিলা লীগ নেতা সাবিনা ইয়াসমীন, স্থানীয় নেতা অ্যাডভোকেট মহসীন সিকদার প্রমুখ।
এদের মধ্য থেকে বৃহষ্পতিবার রাতে সোহেল হাজারীকে মনোনয়ন দিলো আওয়ামী লীগ।
প্রসঙ্গত, হজ ও তাবলিগ জামায়াত নিয়ে মন্তব্য করার পর মন্ত্রিত্ব ও দল থেকে বহিষ্কার হন আবদুল লতিফ সিদ্দিকী। পরবর্তী সময়ে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলে তার আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
পরে ২৮ অক্টোবর নির্বাচন নেয়ার কথা বলে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। পরে এই তারিখ পরিবর্তন করে ১০ নভেম্বর নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করা হয়।
আগামী ১০ নভেন্বর ১৩ ইউনিয়ন, দুইটি পৌরসভার দুই লাখ ৭৭ হাজার ৮৪৭ জন ভোটারের এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য চালু নেই