টাঙ্গাইল জেলাকে ৭ ফেব্রুয়ারি ১০ মিনিট স্তব্ধ রাখা হবে

টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগে রাখার দাবিতে টাঙ্গাইলে আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টা থেকে ১০মিনিট সমগ্র টাঙ্গাইল জেলায় স্তব্ধ কর্মসূচি পালিত হবে। টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগে রাখার দাবিতে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে ষ্টিয়ারিং কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট খোরশেদ আলম, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম সম্পাদক মির্জা রনি আহমেদ রিংকু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি হারুন-অর-রশীদ, টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, সাবেক পি পি এ্যাডভোকেট এস আকবর খান, টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিটন প্রমুখ।

টাঙ্গাইল স্তব্ধ কর্মসূচির প্রতি ইতোমধ্যেই সকল রাজনৈতিক দল, টাঙ্গাইল প্রেসক্লাব, এ্যাডভোকেট বার সমিতি, টাঙ্গাইলের ৬৩টি ব্যবসায়ী সংগঠন, চেম্বার অব কমার্স, বাস-কোচ-মিনিবাস মালিক ও শ্রমিক সমিতি, সিএনজি শ্রমিক সমিতি, টাঙ্গাইল জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন, অটো মালিক শ্রমিক ঐক্য পরিষদসহ টাঙ্গাইলের সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। এছাড়া টাঙ্গাইল ঢাকা বিভাগে রাখার দাবিতে স্মারকলিপি, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত রয়েছে ।



মন্তব্য চালু নেই