টাঙ্গাইলে রবিবারের হরতাল প্রত্যাহার

রোববার টাঙ্গাইল জেলা বিএনপির ডাকা সকাল- সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার টাঙ্গাইলে হরতালের সমর্থনে মিছিল
প্রস্তুতিকালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল হকসহ ১১ নেতাকর্মীকে আটক করার প্রতিবাদে ওই হরতাল
ডাকা হয়েছিল।

জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান জানান, ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে হরতালের সমর্থনে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল বিএনপি। এ সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেখান থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সফি, জেলা যুবদলে সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জল, শহর ছাত্রদলের সভাপতি মারুফ সানোয়ার, আনিসুর রহমান, সাজ্জাত হোসেন, সাদেকুল আলম, রুমন ও যুবদল নেতা আনিসুর রহমানসহ ১১ নেতাকর্মীকে আটক করে টাঙ্গাইল মডেল থানায় নিয়ে য়ায়।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে ১০জনকে আটক করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি আগামী রোববার পুরো জেলায় সকাল
সন্ধ্যা হরতাল আহবান করে।

পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা; স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে কোন প্রকার নাশকতায় জড়িত হবেনা মর্মে প্রতিশ্র“তির পর তাদেরকে শুক্রবার
ছেড়ে দেওয়া হয়। ছাত্রদল, যুবদল, শ্রমিকদলের ওই সকল নেতৃবৃন্দকে ছেড়ে দেওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি হরতাল প্রত্যাহার করে।



মন্তব্য চালু নেই