টাঙ্গাইলে নিহত জঙ্গি আহসান রাবি’র শিক্ষার্থী
ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: টাঙ্গাইলে র্যাবের অভিযানে নিহত দুই জঙ্গির মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। তার নাম আহসান হাবিব শুভ (২৪)। ইংরেজি বিভাগের সভাপতি ড. এ এফ এম মাসউদ আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।
মাসউদ আখতার বলেন, ‘নিহত আহসান হাবিব ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র ছিল। সে ২০১৪ সালে তৃতীয় বর্ষে থাকাকালে ক্লাস-পরীক্ষা না দেয়ায় ড্রপ-আউট হয়। পুলিশের প্রকাশিত ছবির সঙ্গে বিভাগে থাকা তার বায়োডাটার মিল আছে। ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম স্যার হত্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী তার ব্যাপারে আমাদের কাছে খোঁজ-খবর নিচ্ছিল।’
এর আগে ঘটনাস্থলে পাওয়া নিহত জঙ্গিদের ভোটার আইডি কার্ড থেকে তার পরিচয় আতিকুর রহমান বলে জানা গিয়েছিল। পরে মঙ্গলবার রাতে র্যাবের পক্ষ থেকে তার প্রকৃত পরিচয় প্রকাশ করা হয়।
টাঙ্গাইল র্যাব ১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-৩) কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, আহসান হাবিব শুভ নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর গ্রামের আলতাফ হোসেন ও আঞ্জুমান আরা বেগমের ছেলে। শুভ নওগাঁ কেডি স্কুল থেকে মাধ্যমিক ও নওগাঁ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মোহাম্মদ ফারুকী আরো জানান, জঙ্গি তৎপরতায় জড়িয়ে নিজের পরিচয় লুকানোর জন্যই ভুয়া জাতীয় পরিচয়পত্র বানিয়েছিলেন শুভ। গতকাল মঙ্গলবার রাতে তার বাবা আলতাফ হোসেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে শুভর লাশ শনাক্ত করে গ্রহণ করেছেন।
এর আগে ২০১৪ সালের ৯ ডিসেম্বর গোদাগাড়ি থানায় (মামলা নং-১৭) অবৈধ অস্ত্র রাখার দায়ে শুভ গ্রেফতার হয়েছিলেন। পরে ২০১৫ সালের মে মাসে জামিনে ছাড়া পান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শুভর নিখোঁজের ব্যাপারে তার বাবা আলতাফ হোসেন ২০১৫ সালের ৭ জুলাই বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
গত শনিবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা মির্জামাঠ এলাকায় র্যাবের অভিযানে নিহত হয় দুই জঙ্গি। এসময় সেখান থেকে একটি রিভলবার, একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, ১০টি চাপাতি, দুইটি ল্যাপটপ ও ৬৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
মন্তব্য চালু নেই