টাঙ্গাইলের ঘাটাইলে ভেজাল তেল কারখানার সন্ধান : ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকায় রোববার সন্ধ্যায় টাঙ্গাইল র্যাব-১২ অভিযান চালিয়ে এক ভেজাল সরিষার তেলের কারখানার সন্ধান লাভ করেছে । ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আছমা আরা বেগম এর উপস্থিতিতে র্যাব-১২টাঙ্গাইল এ অভিযান চালায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আছমা আরা বেগম ভ্রাম্যমান আদালত বসিয়ে কারখানার মালিক দুলাল বেপারিকে এক লক্ষ টাকা জরিমানা করেন।
এলকাবাসী জানায় রোববার সন্ধ্যায় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আছমা আরা বেগমের নেতৃত্বে র্যাব-১২টাঙ্গাইল এর একটি দল ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকার ভাই ভাই অয়েল মিলে অভিযান চালায়। সেখান থেকে ১১ ড্রাম পোড়া মবিল মেশানো ভেজাল সরিষার তেল আটক করে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে র্যাব-১২টাঙ্গাইলের সদস্যরা সেগুলো ধ্বংস করে দেয়।
মন্তব্য চালু নেই