কবিতা :

টাকার মর্ম কথা

টাকার মর্ম কথা
শেখ মাহফুজা আক্তার
শিক্ষার্থী – গণ বিশ্ববিদ্যালয়, আইন বিভাগ
……………………………………………….
টাকা শুধু টাকা সবাই চায় টাকা,
টাকার কাছে মনে হয় দুনিয়াটাই ফাঁকা।

টাকা হলে মানুষ হয়ে যায় গন্যমান্য
টাকা দিয়ে কেনা যায় নানা রকম পন্য।

টাকা হীনা যারা আছে তারা কি নগন্য?
কিনেনা কি কিছুই তারা,
কিছু নেই কি তাদের জন্য?

টাকা বীনা লোক সমাজে হীন,
তাই বলে কি সবাই এজগতে ক্ষীন?

টাকা থাকলে সবাই করে তাকে মান্য,
টাকা হীনা লোক তাই বলে কি ঘৃন্য?

টাকার জন্য একে অন্যকে ঠকায়,
টাকার জন্য অনেকেই সুধ-ঘুস খায়,
টাকার জন্য কেওবা আবার বিপথচারী হয়।

এ দুনিয়ায় টাকার জন্য হয়ে যায় ক্ষুন,
কেউ বুঝেনা কে মা আর কেবা ভাই-বোন।

সৎ চরিত্র, সত্যবাদী, আমানতদারী হলে,
জীবন সুখি হয় সাধুগন বলে।

এ জগতে তাই বলে কি এসব কিছু চলে,
তাই বলে কি সবাই হবে সয়তানের দলে।

দুনিয়াতে চলতে গেলে সবকিছুতেই টাকা,
টাকা ছাড়া এ সমাজে মূল্যটাও ফাকা।

টাকার পিছে ছুটতে গিয়ে অনেকেই হয় বোকা,
টাকার নেশায় চলতে গিয়ে কেউবা খায় ধোক।

তবুও সবাই চায় টাকা,
টাকা সুধুই টাকা।

এজগতে তাইতো সবাই টাকার পিছন ছোটে,
তাই বলে কি সবার ভাগ্যে টাকা-পয়সা জোটে।



মন্তব্য চালু নেই