টাইটানিক নায়িকা কেটের রূপ রহস্য ফাঁস
বিশ্ব নন্দিত চলচ্চিত্র টাইটানিকের নায়িকা রোজ ডসনের বয়স প্রায় চল্লিশ ছুঁই ছুঁই। অথচ এই সুন্দরীকে দেখলে যে কোন পুরুষ হৃদয়ে রিখটার স্কেলে বাড়তি কম্পন অনুভুত হবেই।
এই মোহনিয় নারী তার রূপের জাদুতে মাত করে রেখেছেন গোটা দুনিয়া। আর তার এই রূপের রহস্য কি? এবার সেই রহস্য ফাঁস করলেন তিনি নিজেই।
টাইটানিকের ‘রোজ ডসন’ অর্থাত্ কেট উইনস্লেট অকপটে জানালেন তার সৌন্দর্যের রহস্য। তিনি জানালেন, প্রকৃতির শুদ্ধ বাতাস তার ত্বকে জাদুকাঠির ছোঁয়া এনে দেয়। তাই রাতে ঘরের জানলা খোলা রাখেন তিনি। সঙ্গে অবশ্যই চাই সময়মতো ঘুম এবং প্রচুর পরিমাণে জলপান।
নায়িকা তার ‘ভাইটাল স্ট্যাটিসটিক্স’ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন। ‘জিরো ফিগার’-এর স্টাইলকে বুড়ো আঙুল দেখিয়ে কেটের দাবি, তার ‘কার্ভ’ নিয়ে তিনি খুবই খুশি। তা ছাড়া বাহ্যিক সৌন্দর্যের তুলনায় নিজের ‘কেরিয়ার’ অনেক বেশি মূল্যবান তার কাছে।
যেখানে অনেক নায়িকাই বলেন যে মেক-আপে ত্বকের ক্ষতি হয়, সেখানে আরও এক ধাপ এগিয়ে কেট স্বীকার করেছেন যে তিনি মেক-আপ করতে পছন্দ করেন। মেক-আপ তাকে নারীত্বের অনুভূতি দেয়। তার আত্মবিশ্বাস বাড়ায় অনেক গুণ।
মন্তব্য চালু নেই