টাইগারভক্তদের জন্য দুঃসংবাদ, এটিই কি হচ্ছে টেস্টের ফলাফল!

দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ নিয়ে টাইগারভক্তদের জন্য এল দুঃসংবাদ। এই টেস্ট ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য একটি স্বাপ্নিক ম্যাচ। বাংলাদেশের বোলাররা ওয়ানডের পর টেস্টেও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নতজানু হতে বাধ্য করে। বাংলাদেশকে যেন হাতছানি দিচ্ছিল প্রথমবারের মত একটি অনন্য স্বপ্ন।

তবে সেটি হাতছাড়া হয়ে গেছে এরই মধ্যে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার প্রথম টেস্টের চতুর্থ দিন পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। ৪র্থ দিনে খেলা মাঠে না গড়ানোয় শেষ দিনে দুই দেশের লড়াইয়ে জয়/পরাজয় বেরিয়ে আসবে না বলে ধরেই নেয়া যায়। টাইভক্তদের জন্য দুঃসংবাদ, এটিই কি হচ্ছে টেস্টের ফলাফল!

অর্থাৎ কোনো নাটকীয়তা চট্টগ্রামের জহুর আহমদ স্টেডিয়ামে নেমে না আসলে নিশ্চিত ড্র হবে দুইদেশের এই প্রথম টেস্ট। তবে আবহাওয়া বিভাগের বার্তা ক্রিকেটপ্রেমীদের জন্য সুখকর নয়।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে শেষ দিনেও। যাইহোক দুইদেশের প্রথম টেস্ট শেষ না হতেই মিরপুরের টেস্টটি হয়ে উঠছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।



মন্তব্য চালু নেই