টাইগারদের শেষ পরীক্ষা কাল
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবারের সিরিজে বেশ সফল বাংলাদেশ। যদিও শুরুটা হয়েছিল বাজেভাবে। দুটি টি-টোয়েন্টিতে হারের পর প্রথম ওয়ানডেতেও হার। এর পরই বাংলাদেশের জয়-জয়কার। টানা দুই ওয়ানডে জিতে ২-১-এ সিরিজ জিতে নেয় মাশরাফি বিন মুর্তজার দল।
এরপর শুরু হয় বাংলাদেশের টেস্ট পরীক্ষা। মুশফিকুর রহিমের নেতৃত্বে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টও দেখা যায় দুরন্ত বাংলাদেশকে। দাপুটে পারফরম্যান্স দেখিয়ে প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ড্র করে টাইগাররা। কে জানে, টেস্টের শেষ দুদিন বৃষ্টিতে ভেসে না গেলে হয়তো জয়টাও পেত বাংলাদেশ!
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হলেও আসলে নৈতিক জয় ছিল বাংলাদেশেরই। বাংলাদেশের সামনে এবার শেষ পরীক্ষা। আগামীকাল মিরপুরে শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। শেষ টেস্টে মাঠের জয়টাও চায় বাংলাদেশ। সে লক্ষ্যে মিরপুরে গত দুদিন ধরেই অনুশীলনে ঝাম ঝরাচ্ছেন স্বাগতিকরা খেলোয়াড়রা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মুশফিক বাহিনী।
মাঠের অনুশীলনে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও ইনডোরে অনুশীলন করেছেন সাকিব-তামিম-মুশফিক-মুস্তাফিজরা। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রাও লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করছেন। মিরপুরে দুদিন ধরে অনুশীলন করছেন তারাও। ঢাকা টেস্টে জয় দিয়ে প্রোটিয়ারাও সিরিজ জিততে মুখিয়ে রয়েছে।
আজ বুধবার শেষ দিনের মতো অনুশীলন করবে দুই দল। সকালে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা। আর বিকেলে দক্ষিণ আফ্রিকার। আজ অনুশীলন শেষ করে আগামীকাল সিরিজ নির্ধারণী মিরপুর টেস্টের ময়দানি যুদ্ধে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
মন্তব্য চালু নেই