টাইগারদের ‘ব্যক্তিগত সাফল্য’ উদযাপন

ভারতের বিপক্ষে টেস্টে কী পেয়েছে বাংলাদেশ? বৃষ্টি বাংলাদেশের জন্যে আশীর্বাদ হয়ে না এলে বিপদ হতো টাইগারদের!

মাত্র ৬৫.৫ ওভার ব্যাটিং করে ফলোঅনে পড়া দলটি পরাজয় এড়িয়ে যায় শুধু বৃষ্টির আশীর্বাদে। তাই ড্র পেয়েও স্বস্তিতে টাইগার শিবির।

টেস্ট ম্যাচ ড্র করলেও ব্যক্তিগত কিছু সাফল্যে গর্বিত টাইগারা। ব্যক্তিগত সাফল্য বলতে, বল হাতে দেশের মাটিতে সাকিবের একশ উইকেট। ব্যাট হাতে দেশের মাটিতে সাকিবের দুই হাজার টেস্ট রান। সবচেয়ে বড় সাফল্য দেশের পক্ষে টেস্টে সর্বাধিক রানের নতুন রেকর্ড এখন তামিম ইকবালের দখলে।

সব কিছু মিলিয়ে কিছুটা স্বস্তি টাইগার শিবিরে। ব্যক্তিগত সাফল্যে উজ্জীবিত টাইগার শিবির। সেজন্য স্বল্প পরিসরে উদযাপনও করল সবাই।

রোববার ম্যাচ শেষে ড্রেসিং রুমে কেক কাটেন সাকিব ও তামিম। এ সময় টাইগার দলপতি মুশফিকুর রহিম, কোচ হাথুরুসিংহেসহ টিম ম্যানেজম্যান্টের সবাই উপস্থিত ছিলেন।

টেস্টে না পারলেও ব্যক্তিগত সাফল্যে উজ্জীবিত হয়ে ওয়ানডেতে ভালো করার মন্ত্র খোঁজার প্রচেষ্টায় বাংলাদেশ।



মন্তব্য চালু নেই