টাইগারদের করণীয় নিয়ে সাকিব
আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে খুলনায় অনুশীলন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ঘাম ঝরিয়েছেন দুই দলের খেলোয়াড়রা।
অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সাকিব আল হাসান। ওয়ানডে ও টি-২০র সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে খুলনা টেস্টে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
তিনি বলেন, ‘অনেক টেস্ট ম্যাচ আছে ১০ উইকেট কেউ নিতে পারে না। নির্ভর করে উইকেট কেমন, তার ওপর। সেই সঙ্গে আমাদের ভালো বোলিং করতে হবে। উইকেট কেমন ভূমিকা রাখবে সেটাও বড় বিষয়।’
তিনি আরো বলেন, ‘প্রথম ইনিংসে বোলিং করাটা খুব গুরুত্বপূর্ণ। একটা ছন্দ প্রয়োজন। ওটা যদি আমি তাড়াতাড়ি অনুভব করতে পারি, এটা আমার জন্যই ভালো। দলগত পারফর্ম করলে টেস্টেও ভালো কিছু করা সম্ভব।’
এদিকে অনুশীলন শেষে পাকিস্তান দলের ওপেনার সামি আসলাম বলেন, ‘অভিজ্ঞ ইউনুস খান ও মিসবাহদের ভালো পারফরম্যান্সের মাধ্যমে টেস্টে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় পাকিস্তান।’
বাংলাদেশ ও পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামী ২৮ এপ্রিল খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে। শনিবার সন্ধ্যায় খুলনায় পৌঁছানোর পর রোববার প্রথম দিনের অনুশীলন করেছে দুই দল। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাটিং, বোলিংসহ কঠোর অনুশীলন করেন মিসবাহ বাহিনী। আর দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুশীলন করেছেন হাথুরুসিংহের শিষ্যরা।
উল্লেখ্য, টেস্ট ভেন্যু হিসেবে শেখ আবু নাসের স্টেডিয়ামের অভিষেক ২০১২ সালে। দুই বছরের অপেক্ষার পর গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে হয় শেষ ম্যাচ। যেখানে ব্রেন্ডন টেলর-চিগুম্বুরাদের ১৬২ রানে হারিয়েছিলেন টাইগাররা। ৫ মাসের ব্যবধানে আবারও এই লাকি ভেন্যুতে ২৮ এপ্রিল সাদা জার্সি পড়ে নামবেন সাকিব-তামিমরা।
মন্তব্য চালু নেই