সেঞ্চুরিয়ান বিজয়কে ফেরালেন তাইজুল

বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেছেন মুরালি বিজয়। তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তার শতকে ভর করে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৪০ রান।

সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি বিজয়। তাইজুল ইসলামের বলে সরাসরি বোল্ডআউট হয়ে সাজঘরে ফেরেন ভারতীয় এই ওপেনার। বিদায়ের আগে ১৬০ বলে ১২টি চার ও একটি ছক্কায় ১০৮ রানের ইনিংস দলকে উপহার দেন বিজয়।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারতের সূচনাটা ভালো ছিল না। দলের স্কোরশিটে মাত্র ২ রান যোগ হতেই লোকেশ রাহুলকে খুইয়ে ফেলে তারা। দুর্দান্ত এক ডেলিভারিতে রাহুলকে (২) বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান তাসকিন আহমেদ।

দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় ভারত। এই উইকেটে ১৭৮ রানের জুটি গড়েন মুরালি বিজয় ও চেতশ্বর পুজারা। এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ১৯ বছর বয়সী স্পিনার আউট করেন পুজারাকে। মুশফিকের তালুবন্দি হওয়ার আগে ১৭৭ বলে ৯টি চারের সাহায্যে ৮৩ রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি।



মন্তব্য চালু নেই