টম বয় হতে চাইলে পোলো শার্ট

টম বয় হতে চাইলে পোলো শার্টটাই নাকি বেস্ট বলে মনে করছেন ফ্যাশন ডিজাইনাররা। এখন তো গরম হাওয়া বইতে শুরু করছে। তাই এ সময়ে পোলো শার্ট হতে পারে আপনার ফ্যাশন স্টেটমেন্ট। কিন্তু তা বলে কী পেলব সুন্দরী পোলো শার্ট পরবেন না? আলবাত পরবেন। সাদা ডেনিমের সঙ্গে স্কাই পোলো শার্টটি মানাবে দারুণ। সেই সঙ্গে কোমর ছাপানো বার্গেন্ডি স্ট্রেট চুল। পুরুষদের চোখ আপনার পার্ফেক্ট স্ট্যাটসে, আর মহিলারা বলবেন, ‌‌’ইশ, ওরকম তো আমিও পরতে পারি’। তাই আপনার ড্রেসিং সেন্সে একটু পরিবর্তন আনুন । পোলো শার্টকে কয়েকদিনের জন্য ফ্যাশন সঙ্গী বানিয়ে ফেলুন।

প্রিন্টেড শর্ট স্কার্টের সঙ্গে পোলো শার্টটি গুজে পরতে পারেন । রেট্রো লুক চলে আসবে। সেই সঙ্গে একটি অ্যাভিয়েটর সানগ্লাস কিন্তু দারুণ মানাবে।

একটু মোটার দিকে গড়ন হলে বেছে নিন বক্সি পোলো শার্ট । পেনসিল স্কার্টের সঙ্গে পরে ফেলতে পারেন। বা পরতে পারেন টাইট ফিটেড ডেনিমের প্যান্টের সঙ্গে।

আরও একটু স্টাইলিশ হতে চাইলে, রুপো নয়, সোনার কোনও অ্যাক্সেসরিজ় পরুন। সোনার চেন বা সোনার কানের দুল আপনাকে দারুণ মানাবে ।



মন্তব্য চালু নেই