টম ক্রুজের সাথে বিয়ে নিয়ে অনুতপ্ত নন নিকোল কিডম্যান

হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান মনে করেন, টম ক্রুজের সাথে বিয়ের সময় তাঁর বয়স কম ছিল। সেসময় বোঝার বয়সে ছিলেন না বলে তাঁর সেই সিদ্ধান্তে মোটেও অনুতপ্ত নন তিনি।

৪৮ বছর বয়সী এই অভিনেত্রী তাঁর অতীত নিয়ে কখনোই কথা বলতে আগ্রহী ছিলেন না। কিথ আরবানের সাথে গত নয় বছর ধরে সংসার করছেন কিডম্যান। তিনি বলেন, ‘যেকোন ব্যপারে পুনরায় সুযোগ পাওয়া ভালো। প্রতিটি মানুষের সাথে মানুষের ভিন্নরকম সংযোগ থাকে। আমি যখন টমকে বিয়ে করি তখন আমার একটি বাচ্চা ছিল। কিন্তু তবুও আমি এ ব্যপারে আফসোস করি না’।

টম ক্রুজকে বিয়ে করার সময় নিকোলের বয়স ছিল ২৩। সেসময় তাঁরা ইসাবেলা ও কোনার নামের দুটি শিশু দত্তক নিয়েছিলেন। ২০০১ সালে টম ও নিকোলের বিচ্ছেদ ঘটে। তারপর তিনি ২০০৬ সালে কিথ আরবানকে বিয়ে করেন।



মন্তব্য চালু নেই