টঙ্গীবাড়ীতে যুবকের লাশের পরিচয় ৫ মাসেও মেলেনি

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উদ্ধারকৃত অজ্ঞাতনামা যুবকের (৩৫) লাশের পরিচয় ৫ মাসেও পাওয়া যায়নি। গত ২৭শে ডিসেম্বর দুপুর ১টার উপজেলার ইসলামপুর গ্রামের রহিম শেখের বাড়ির সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এরপর ৫ মাসের অধিক হয়ে গেলেও ওই লাশের পরিচয় শনাক্ত হয়নি। লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের হস্তান্তর করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।

মামলা তদন্তকারী কর্মকর্তা টঙ্গীবাড়ী থানা এসআই নুরুজ্জামান জানান, লাশের পরিচয় শনাক্ত করতে আমরা ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টির প্রচার চালিয়ে গেলেও এখন পর্যন্ত ওই লাশের আতয় স্বজন কাউকে পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই