টক-মিষ্টি আচারী বেগুন

রসনা বিলাসী বাঙালির সবজি তালিকায় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বেগুন। ভর্তা, ভাজি বা ঝোলে বেগুনের তুলনা হয় না। অনেকের কাছে আবার সবচেয়ে প্রিয় সবজি এই বেগুন। সারা বছর বাজারে  সুলভ মূল্যে পাওয়া যায় বলে সবার কাছে এর পরিচিতি এতো বেশি। আজ আমরা খাবার প্লেটে উপস্থাপন করবো একটু ভিন্ন স্বাদের টক-মিষ্টি আচারী বেগুন। শিখে নেয়া যাক মজার এই রান্নার রেসিপিটি।

যা যা লাগবে

বড় ১টি বেগুন, হলুদ গুঁড়া ১ চা চামচ, পাঁচ ফোড়ন ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, তেঁতুল গোলা ৪ টেবিল চামচ, তেল আধা কাপ, লবণ পরিমাণমতো।

যেভাবে করবেন

বেগুনটি লম্বালম্বি করে কেটে দুভাগ করতে হবে। মশলা ভেতরে ভালভাবে ঢোকার জন্য বেগুনের ভেতর ছুরি দিয়ে কয়েকটি চিড় দিন। এবার বেগুনে সামান্য হলুদ-লবন মাখিয়ে হালকা করে ভেজে নিন। প্যানে পাঁচ ফোড়ন, পেঁয়াজ-মরিচ বাটা, হলুদ ও লবণ দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষানো শেষে চিনি, তেতুল গোলা দিয়ে ভুনা করতে থাকুন। মশলা একটু ভুনা হয়ে আসলে বেগুন দিয়ে প্যান ঢেকে মিনিট পাঁচেক রান্না করতে হবে। ব্যস হয়ে গেল টক-মিষ্টি আচারী বেগুন।

টক-মিষ্টি আচারী বেগুন



মন্তব্য চালু নেই