ঝড় তুলেছে ক্রিস্টেন স্টুয়ার্টের নগ্ন ছবি

বয়স যখন চৌদ্দ তখন থেকেই অভিনয় করেন হলিউডের ক্রিস্টেন স্টুয়ার্ট। কিন্তু এখন এই অভিনেত্রীর বয়স ২৫। এর মধ্যেই হলিউডে বেশ পরিচিত মুখ। কখনও নামজাদা বয়ফ্রেন্ড, কখনও বা অভিনয়ের জাদুতে তিনি শিরোনামে জায়গা করে নিয়েছেন। এ বার প্রায় নগ্ন ফটোশুট করে আবারো পেজ থ্রিতে জায়গা করে নিলেন নায়িকা। ইন্সটাগ্রামে এখন ভাইরাল হয়ে গিয়েছে ক্রিস্টেনের টাওয়েল জড়ানো সেই ছবি।
ছবিতে দেখা যাচ্ছে ভিজে চুলে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন ক্রিস্টেন। চোখে রয়েছে অমোঘ আবেদন। সাদা টাওয়েলে জড়ানো তার শরীরের এক দিক। অন্য হাত আড়ালের ভঙ্গিমায়। ডান হাতের ট্যাটুও যেন বলতে চাইছে কোনও গোপন কথা।
তবে ক্রিস্টেন এই তালিকায় প্রথম নন। হলিউড হোক বা বলিউড এখন এই নুড ফটোশুটই যেন ফ্যাশনে পরে গেছে।
মন্তব্য চালু নেই