ঝড়ে মারা গেল পাঁচ হাজার পাখি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ি ও পাথরবাড়ে গ্রামে পাঁচ হাজারের মত পাখি মারা গেছে। গতকাল সোমবার ভোর ৪টার দিকে কালবৈশাখী ঝড় ওই গ্রাম দুটিতে আঘাত হানে।
মৌকুড়ি গ্রামের বাসিন্দারা জানান, বেশ কয়েক বছর ধরে গ্রামের একটি বাঁশ ঝাড় ও আশপাশের বাগানে নানা প্রজাতির পাখি আবাসস্থল গড়ে তোলে। গ্রামের মানুষও পাখিদের উত্পাত করে না। তাই পাখির দল নিরাপদে এখানকার গাছপালায় বাসা বাঁধে। নির্বিঘ্নে বংশ বিস্তার করতে থাকে পাখিরা। ভোরবেলায় ঝাঁক বেঁধে পাখিরা বেরুতো আবার সন্ধ্যায় দলবেঁধে তারা ফিরতো বাড়ি। পাখির কিচিরমিচির শব্দ গ্রামবাসীর মনে অন্যরকম এক ভালোলাগার আবেশ দিয়ে রাখতো।
গ্রামের বাসিন্দারা দুঃখ করে বলেন, গতকালের কালবৈশাখী ও শিলাবৃষ্টি পাখিগুলোকে মেরে ফেলল। সকালে দেখি বাঁশবাগান ও আশপাশের এলাকায় অসংখ্য মৃত পাখি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মৃত পাখির মধ্যে বিভিন্ন প্রজাতির শালিক ছিল বেশি। গ্রামের লোকেরা মৃত পাখিগুলো কয়েক জায়গায় স্তূপ করে রাখে। পাথরবাড়ে গ্রামের একটি বাগানেও একই অবস্থা দেখা যায়।
উল্লেখ্য, দু’ বছর আগে শৈলকুপা উপজেলার বদনপুর গ্রামে ঝড়ে একটি মেহগনি বাগানে বসবাসরত প্রায় ৭ হাজার পাখি মারা গিয়েছিল।
মন্তব্য চালু নেই