ঝড়ে ব্যাপক প্রাণহানিতে খালেদার শোক

বগুড়াসহ দেশব্যাপী কালবৈশাখী ঝড়ের আঘাতে ২৫ জনের অধিক লোকের প্রাণহানি এবং বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার সন্ধ্যায় এক শোকবার্তায় তিনি বলেন, ‘আমি বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। এ ধরনের শোকাবহ ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। আমি বিশ্বাস করি, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের সাহসী জনগণ আজকের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।’

একই সঙ্গে ঘূর্ণিঝড়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের আশু সুস্থতা কামনা করেছেন খালেদা জিয়া। নিহতদের শোকবিহব্বল পরিবারের সদস্যবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও উপদ্রুত অঞ্চলে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী প্রেরণ ও পূণর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।



মন্তব্য চালু নেই