ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
গাজীপুরের পৃথক স্থানে ঝড়ের কবলে পড়ে দুইজন মারা গেছেন। এ সময় আরও বেশ কয়েকজন আহতসহ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বাড়িঘর ও ফসলী জমির ক্ষতি হয়েছে।
নিহতরা হলেন- নাওজোড় এলাকায় সিরাজুল ইসলাম ও বাসন সড়ক এলাকায় অজ্ঞাত এক নির্মাণ শ্রমিক।
বৃহস্পতিবার বিকেলে এ হতাহতের ঘটনার পর মরদেহ দু’টি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
পুলিশ জানায়, বিকেলে জেলার চান্দনা, ভোগড়া, ইটাহাটা, নাওজোড়সহ বেশ কয়েকটি এলাকায় মৌসুমীঝড় বয়ে যায়। এ সময় ঝড়ের তাণ্ডবে ওই এলাকার কাঁচাপাকা বাড়ি ঘর, দোকান পাট, কারখানা দুমড়েমুচড়ে যায়। শিলাবৃষ্টির কারণে ফসলী জমির ব্যাপক ক্ষতি ছাড়াও পড়ে গেছে অনেক গাছপালা।
আধাঘণ্টাস্থায়ী ওই ঝড়ের কবলে পড়ে নাওজোড় এলাকায় সিরাজুল ইসলাম নামের এক ভেকু চালক এবং বাসন সড়ক এলাকায় অজ্ঞাত এক নির্মাণ শ্রমিক মারা যান। আহত হয়েছেন শিশুসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
মন্তব্য চালু নেই