ঝিনাইদহে হরতাল সমর্থনে বিএনপির মিছিল
ঝিনাইদহে হরতাল সমর্থনে আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। শহরের আরাপপুর থেকে মিছিলটি বের হয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশের প্রস্তুতির সময় পুলিশ এলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এসময় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মজিদ, ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সুজন,মীর ফজলে এলাহী শিমুল, পৌর যুবদলের সভাপতি লোকমান হোসেন উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই