ঝিনাইদহে ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই

ঝিনাইদহ : জেলা শহরের জিরো পয়েন্টে পূবালী ব্যাংকের সামনে এক ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ব্যবসায়ীর নাম ফারুক হোসেন। শহরের হামদ বাসস্ট্যান্ড এলাকার রেজাউল ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী তিনি।

রোববার (২৯ মে ) বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফারুক হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আঘাত তেমন গুরুতর নয়।

চিকিৎসাধীন ফারুক হোসেন সংবাদ মাধ্যমকে জানান, সকালে নগদ ১০ লাখ ৮ হাজার টাকা নিয়ে শহরের পায়রা চত্বরের পূবালী ব্যাংক শাখায় জমা দিতে যাচ্ছিলেন। ব্যাংকের শাখায় ঢোকার মুহূর্তে মোটরসাইকেল আরোহী তিন থেকে চার দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি মাথায় লাগায় তিনি পড়ে গেলে দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।



মন্তব্য চালু নেই