ঝিনাইদহে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। নিহত ব্যক্তিরা হলেন মহেশপুরের আমিরুল ইসলাম ও ফয়জুল।
বুধবার ভোররাতে মহেশপুর উপজেলার যাবদপুর ইউনিয়নের লেবুতলা সীমান্তে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ওই ইউনিয়নের লেবুতলা গ্রামের মিরাজ মন্ডলের ছেলে আমিরুল ইসলাম (৩৫) ও জলুলী গ্রামের শাহাদত হোসেনের ছেলে ফয়জুল (৪৫) ও ফারুক ভারত থেকে গরু আনতে যান। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আমিরুল ইসলাম ও ফয়জুল মারা যান। আহত হন ফারুক হোসেন। তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ বিএসএফের কাছ থেকে আনার প্রক্রিয়া চলছে।
মন্তব্য চালু নেই