ঝিনাইদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পল্লিতে সোমাবার সকালে মাঠে পটল ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে টিটো (২৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে আজিবাড়ী নওদা গ্রামের আনছার বিশ্বাসের পুত্র।

এলাকাবাসী ও আজমপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, সোমবার সকাল ৭টার সময় পশ্চিম আকাশে হঠাৎ মেঘ দেখা দেয় মুহুতে বৃষ্টি নামতে থাকে এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হয় নওদা গ্রামের টিটো নিজেদের পটল ক্ষেতে ফুল ছোয়ানোর সময় ওই জমিতে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যায়।



মন্তব্য চালু নেই