ঝিনাইদহে পুলিশের অভিযানে ১৯ জন গ্রেফতার

ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার গ্রামে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালানো হয়।

ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, চুরি, ছিনতাই, নারী নির্যাতন এবং ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামিদের ধরতে অভিযান চালায় পুলিশ। সে সময় সদর উপজেলা থেকে ছয়জন, শৈলকুপা থেকে তিন, হরিণাকুন্ডু থেকে তিন, কালীগঞ্জ থেকে দুই, কোটচাঁদপুর থেকে তিন ও মহেশপুর উপজেলা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।



মন্তব্য চালু নেই