ঝিনাইদহে ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে জখম

ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামে ব্যবসায়ি আনোয়ার হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা আনোয়ার হোসেন (৪৮) কে কুপিয়ে আহত করে রোববার রাতে স্বর্ণলংকার, নগদ টাকা ও মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। আহত আনোয়ার হোসেনকে আশংকাজনক অবস্থায় ঝিনাইদহ সদর হািসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত গৃহকর্তা আনোয়ার হোসেনের ছেলে বিল্লাল হোসেন জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে ১০/১৫ জনের একদল হাফ প্যান্ট পড়া ডাকাত দল দেশী অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে তাদের পরিবারের সবাইকে জিম্মি করে মালামাল লুট করতে শুরু করে। তখন তার পিতা আনোয়ার হোসেন ডাকাতদের বাধা দিতে গেলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে মারাত্বকভাবে আহত করে।

ডাকাতরা ৫ ভরি স্বর্ণ, নগদ ১লাখ ১৫ হাজার টাকা ও ৪টি মোবাইল সেচমহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয় কাতলামারি পুলিশ ক্যাম্পের উপ-সহকারী পরিদর্শক সাব্বির রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি ডাকাতি নয় বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই