ঝিনাইদহে জামাতসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ২৭
ঝিনাইদহ জেলার ৬ উপজেলা থেকে বিভিন্ন মামলায় ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ থানা সুত্রে জানান নাশকতার পরিকল্পনা করছে এমন আশংকায় এক জামায়াত কর্মীসহ২৭ জনকে আটক করে পুলিশ রোববার সারাদিন এবং সোমবার ভোর পর্যন্ত অভিযান পরিচালিত হয়। ঝিনাইদহ থানা সুত্রে জানাগেছে হরিণাকুন্ডু উপজেলার ফতেপুর গ্রামের তোয়াজ উদ্দিনের ছেলে সোহরাব হোসেন (৩৫) নামে এক জামাতকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া বিভিন্ন মামলায় হরিণাকুন্ডু উপজেলা থেকে আরও এক জন, সদর উপজেলা থেকে আট জন, শৈলকুপা থেকে পাঁচ জন, কালীগঞ্জ থেকে পাঁচ জন, কোটচাঁদপুর থেকে চার জন ও মহেশপুর থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জনাগেছে ।
মন্তব্য চালু নেই