ঝিনাইদহে অপহরণের পর ইউপি সদস্যকে গুলি করে হত্যা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় অপহরণের ৪ দিন পর আবুল কালাম (৪০) নামে এক জামায়াত সমর্থক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৬টার দিকে পুলিশ ওই গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে । নিহত কালাম কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ও এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের মেম্বর ছিলেন। জানা যায়, ভোরে ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামের মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয় বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ শিবুপদ প্রসাদ জানান, খবর পেয়ে সকাল ৬টার দিকে মামুনশিয়া গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বুকের উপরে ও গলায় দুইটি গুলির চিহ্ন রয়েছে। এদিকে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, ‘নিহত আবুল কালামের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, অস্ত্র ছিনতাই, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়াসহ রাজনৈতিক সহিংসতার ৯টি মামলা রয়েছে।’ তবে কারা-কীভাবে তাকে অপহরণের পর হত্যা করেছে তা বলতে পারেনি পুলিশ। পুলিশের ভাষ্য, হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
গত ১৮ এপ্রিল শুক্রবার সকাল ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাইনবোর্ড বাজার থেকে সাদা পোশাকধারী একটি গ্রুপ তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।


মন্তব্য চালু নেই