ঝিনাইগাতীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা
১০ নভেম্বর মঙ্গলবার সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ ছাদেক আলীর সভাপতিত্বে আগামী ১৪ নভেম্বর এ ক্যাম্পেইনটি সফল করার লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ এএসএম মফিদুল ইসলাম। সভায় সরকারী-বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠানের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বক্তারা প্রতিটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য উপস্থিত সকলকে বিশেষ ভাবে নির্দেশনা প্রদান করেন।
মন্তব্য চালু নেই