ঝিনাইগাতীতে নিখোঁজের ৩দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শালদা গ্রাম থেকে ২৪ আগষ্ট সোমবার আব্দুল কুদ্দুস (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, ৪দিন পূর্বে আব্দুল কুদ্দুস নিখোঁজ হয়। সোমবার বিকেলে বন্যার পানিতে ভাসমান অবস্থায় আব্দুল কুদ্দুসের লাশ উদ্ধার করে থানা পুলিশ। আব্দুল কুদ্দুস ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন খান সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম ও নিহতের পারিবারিক সূত্রে তার নিখোঁজ হওয়ার ব্যাপারে সত্যতা পাওয়া যায়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান নিখোঁজ আব্দুল কুদ্দুছের লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেন।



মন্তব্য চালু নেই