ঝিনাইগাতীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রিজিওনাল ডিরেক্টরের পরিদর্শন
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী : ১০মে মঙ্গলবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঝিনাইগাতী এডিপি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন, ময়মনসিংহ রিজিওনাল ফিল্ড ডিরেক্টর মিঃ সাগর মারান্ডি। তিনি উপজেলার রাংটিয়া গ্রামের সমম্বিত বসতবাড়ী উন্নয়ন, কৃষকদের ফল বাগান এবং স্থানীয় পর্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি(সিবিডিএমসি) পরিদর্শন করেন।
মহিলাদের অংশগ্রহনে সমম্বিত বসতবাড়ী উন্নয়ন পরিচালিত হওয়ায় তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। সমন্বিত বসত বাড়ী উন্নয়ন হলে ওয়ার্ল্ড ভিশনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য শিশু কল্যান তা বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্থানীয় পর্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে (সিবিডিএমসি) স্থানীয় সরকারের সাথে সমন্বয়ের সুপারিশ প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী এডিপি ম্যানেজার মিঃ বেঞ্জামিন মারাক, কৃষি কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ, অর্থনৈতিক উন্নয়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার, শিশু নিরাপত্তা কর্মকর্তা সুরঞ্জন হাজং এবং দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা কৌশিক রাহাত।
মন্তব্য চালু নেই