‘ঝালাক দিখলা যা’ এর প্রোমোতেই মাত করলেন শহীদ
খুব শীঘ্রই বলিউডের জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুরের ছোট পর্দায় অভিষেক হতে চলেছে। আর নির্মাতা করণ জোহর ছাড়া আর কে আছেন যে শহীদকে ছোট পর্দায় সকলের সামনে পরিচয় করিয়ে দিতে পারেন?
সকলেই নিশ্চয় ইতোমধ্যে জেনে গেছেন নাচের ঝলক দেখাতে এবারে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন শহীদ কাপুর। আর ‘ঝালাক দিখলা যা’ এর প্রোমোতে কালো রঙের স্যুট পরে হাজির হলেন শহীদ্ কাপুমাধুরীকে হটিয়ে এবারে বিচারকের আসনে বসা শহীদকে নিয়ে অন্য বিচারক ও সিনেমা নির্মাতা করণ বলেন, যে একসময় ভিড় করতো অন্যদের দেখতে, আজ তাকে দেখতেই মানুষের ভিড় জমে যায়।
‘ঝালাক দিখলা যা রিলোডেড’ আগামী ১১ জুলাই থেকে কালার্স টিভিতে প্রচারিত হবে। আর সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুলাই বিয়ের পিঁড়িতে বসছেন শহীদ।
মন্তব্য চালু নেই