ঝালকাঠির এক কলাগাছে ৪২ মোচড়া
ঝালকাঠির রাজাপুরের ধানসিঁড়ি নদীর তীরে মো. সেকেন্দার আলীর একটি বিচি কলাগাছে অলৌকিকভাবে ৪২টি মোচড়া ধরেছে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে গতকাল শনিবার সকাল থেকে বিভিন্ন স্থানের শত শত লোক একপলক দেখার জন্য ভীড় জমাচ্ছে। কলাগাছের মালিক গাছটির নিরাপত্তার জন্য চারপাশ দিয়ে বাঁশখুটির বেড়া দিয়েছেন।
কলাগাছের মালিক মো. সেকেন্দার আলী জানান, তিনি র্দীঘদিন আগে অন্যকলাগাছের ন্যায় এ গাছটিও রাস্তার পাশে রোপন করে। অন্য গাছে স্বাভাবিক একটি করে মোচড়া ধরলেও অলৌকিকভাবে এ গাছটিতে ৪২টি মোচড়া ধরেছে। বর্তমানে যাতে কেউ গাছটি ভেঙে বা মোচড়া গুলো নষ্ট করতে না পারে সেজন্য গাছের চারপাশে বেড়া দিয়ে রাখছে।
এদিকে এ ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থানের লোকজন দেখতে আসছে এবং মোবাইল ও ক্যামেরা দিয়ে ছবি তুলছেন। এ কলাগাছটিকে নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য চালু নেই