অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস দমন আইনের ৩ মামলায়
ঝালকাঠিতে গ্রেফতারকৃত ৯ হুজির সাক্ষ্য গ্রহন দ্বিতীয় দফায় পেঁছালো
ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতারকৃত হরকাতুল জেহাদ (হুজি রউফ গ্রুপ) এর ৯ জঙ্গী সদস্যের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস দমন আইনে বিচারাধীন ৩ মামলার সাক্ষ্য গ্রহন দ্বিতীয় দফায় পিছিয়েছে। সোমবার সকালে আসামীদের উপস্থিতিতে বিশেষ ট্রাইব্যুনাল জজ আদালতে বিচারাধীন ৩ মামলায় আগামী ২৪ মে পরবর্তী সাক্ষ্য গ্রহানের তারিখ ধার্য করা হয়েছে। সরকার পক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারক এসএম সোলায়ামান তৃতীয় দফায় এ তারিখ ধার্য্য করেছেন।
প্রসঙ্গত, গত বছর ১৪ আগষ্ট ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর কওমী মাদ্রাসার মসজিদে গোপন বৈঠক কালে অভিযান চালিয়ে ৯ হুজি সদস্যকে গ্রেফতার করেন। এরা হলেন প্রশিক্ষক মশিউর রহমান ওরফে মিলন তালুকদার, সদস্য সিরাজুল ইসলাম, আবুল বাশার মৃধা, মিনহাজুল আবেদীন, আ. আজিম, নুরুল ইসলাম, মো. সোহাগ ও জুবায়ের। হুজির শীর্ষ নেতা আব্দুর রউফের অন্যতম সহযোগী মশিউরসহ ৯ নেতাকর্মীকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি গ্রেনেড, ৪ টি রামদা, ৭ টি মোবাইল, ১ টি গাইড বইসহ জঙ্গীবাদে উদ্বুদ্ধূকরনের বইপত্র-লিফলেট উদ্ধার করা হয়। এরপূর্বে হুজি রউফ গ্রুপের মশিউরসহ ৯ সদস্যর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত ৩টি মামলায় চার্জশীট প্রদান ও চার্জ গঠন সম্পন্ন হয়।
মন্তব্য চালু নেই